নাসিম রুমি: বাংলাদেশের বিপক্ষে জয়ে বড় ভূমিকা রাখেন রবীন্দ্র জাদেজা ও বিরাট কোহলি। বল হাতে দারুণ বোলিং করার পাশাপাশি মুশফিকুর রহিমের দুর্দান্ত ক্যাচ ধরেছেন জাদেজা। কিন্তু কোহলি খেলেন শতরানের ইনিংস।
গতকাল ম্যাচে ম্যাচসেরা হওয়ার ভাগিদার ছিলেন জাদেজা। তবে কোহলির শতকে ম্যাচ সেরা হতে পারেননি তিনি। আর সেই জন্য ম্যাচ শেষে বিরাট জানান, জাদেজার ম্যাচ সেরার পুরস্কার ছিনিয়ে নেওয়ায় দুঃখিত।
বিরাট বলেছেন, ‘ম্যাচসেরার পুরস্কার চুরি করার জন্য দুঃখিত জাড্ডু (জাদেজা)। আমি চেয়েছিলাম বড় রান করতে।’
তিনি আরও বলেন, ‘এই বিশ্বকাপে অর্ধশতক পেয়েছি। কিন্তু আমি চেয়েছিলাম ম্যাচটা শেষ করে আসতে। সেই লক্ষ্য নিয়েই খেলছিলাম। শুভমানকে বলেছিলাম শুরুটা ভাল হয়েছে। এমন শুরু হলে মনে হয় স্বপ্ন দেখছি।