English

21.4 C
Dhaka
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
- Advertisement -

মুহাম্মদ শামিকে ইঙ্গিতপূর্ণ বার্তা হাসিন জাহানের

- Advertisements -

প্রায় ৪ বছর আগে ভারতীয় ক্রিকেটার মুহাম্মদ শামি এবং তার স্ত্রী হাসিন জাহানের মধ্যে হওয়া বিবাদের এখনও সমাধান হয়নি। দু’জনেই এখন একে অপরের থেকে আলাদাভাবে বসবাস করছেন।

এদিকে হাসিনকে প্রায়ই ইশারায় শামিকে স্মরণ করতে দেখা যায়। তিনি তার নাম না নিয়ে পরোক্ষভাবে শামির প্রতি নিজের হৃদয়ের কথা বলছেন বলে মনে হয়েছে অনেকের।

সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে নিজের মডেলিংয়ের একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে, তিনি একটি লাল পোশাক পরে মখমলের উপর পা রেখে পোজ দিচ্ছেন। ছবিটি মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবিটিতে একটি বার্তাও রয়েছে, যা নিচে তুলে ধরা হলো..

“Bhale hi mai tujhe bhool jau. Lekin tu mujhe bhool jae ye hone nahi dungi. Chal muhabbatt se na sahi nafrat se hi. Yad tu mujhe jarur karega.”

হাসিন জাহানের এই বার্তাটি মুহাম্মদ শামির প্রতি বলে অনেকে মনে করছেন। এমনকি অনেক ভক্ত হাসিনকে পরামর্শ দিয়েছেন যে, প্রেমে ক্ষমা চেয়ে কেউ ছোট হয়ে যায় না। তার নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে শামির কাছে ফিরে আসা উচিত।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন