English

21 C
Dhaka
শুক্রবার, মার্চ ৭, ২০২৫
- Advertisement -

মুশফিকের অবসরে সমালোচকদের একহাত নিলেন তার স্ত্রী

- Advertisements -

নাসিম রুমি: মাঠ ও মাঠের বাইরে ক্রিকেটারদের নানা কর্মকাণ্ড ঘিরে তাদের সহধর্মীনীদের মুখ খোলা নতুন কিছু নয়। বাংলাদেশের ক্রিকেটে হরহামেশাই দেখা যায় এসব ঘটনা। গতকাল রাতে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। যথারীতি আজ সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন মুশফিকের স্ত্রী জান্নাতুল জান্নাতুল কিফায়াত মন্ডি।

বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে মন্ডি লিখেন, ‘আলহামদুলিল্লাহ, ওয়ানডে থেকে তোমার অবসরে আমি গর্বিত এবং তৃপ্ত প্রিয়তম। তোমার দুর্দান্ত একটা ওয়ানডে ক্যারিয়ার ছিল। নিজের প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তোমাকে কঠোর পরিশ্রম করতে দেখেছি, ভাঙা পাঁজর নিয়ে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একসঙ্গে ২০টা পেইনকিলার নিয়েও খেলতে দেখেছি! তুমি কখনো নিজের জন্য খেলনি, বরং দল ও দেশপ্রেমের জন্যই খেলেছ! এমন একজন সৎ মানুষকে পাওয়াটা আশীর্বাদ, যিনি ওযু না করে কখনোই তার ব্যাট ও বল স্পর্শ করতেন না।

আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ…। তুমি একজন পরিবারকেন্দ্রিক মানুষ, আমাদের বাচ্চারা তোমাকে খুব পছন্দ করে, আমি চাই শাহরোজ তোমার সব ভালো গুণ পাক এবং তোমাকেই জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করুক।’

সমালোচকদের একহাত নিয়ে মন্ডি আরও লিখেছেন, ‘আমি জানি এটা কঠিন সিদ্ধান্ত ছিল, ইনশাআল্লাহ তোমার জন্য নতুন একটা উজ্বল অধ্যায় অপেক্ষা করছে! তুমি আমাদের জন্য আজ পর্যন্ত যা করেছ তাতে আমাদের পরিবার তোমাকে নিয়ে পরিপূর্ণভাবে তৃপ্ত এবং এটাই যথেষ্ট। গোটা পৃথিবী যত খুশি নেতিবাচক কথাবার্তা বলুক…। পরিশেষে আমি বিশ্বের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে এমন পর্যায়ে সমালোচনা করবেন না যে, কাউকে আপনার জন্য প্রার্থনার আসনে বসে কাঁদতে হয়। আমরাও মানুষ।’

উল্লেখ্য, ব্যাট হাতে অনেকদিন ধরেই ফর্মে ছিলেন না মুশফিক। চ্যাম্পিয়নস ট্রফিতে বাজেভাবে আউট হয়ে চরম বিতর্কিত হয়েছেন। দেশের ক্রিকেটে রীতিমতো দাবি উঠেছিল, মুশফিক এবং মাহমুদউল্লাহকে বাদ দেওয়ার। তবে বাদ পড়ার আগেই ওয়ানডে ক্রিকেট থেকে গতকাল সরে দাঁড়ালেন মুশফিক। মানি অবসর নিলেন। তিনি শুধু টেস্ট খেলবেন। অন্যদিকে শুধু ওয়ানডে খেলে যাওয়া মাহমুদউল্লাহ এখনো অবসর ঘোষণা করেননি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন