সহজ দুটি ক্যাচ হাতছাড়া করে শ্রীলঙ্কাকে যেন ম্যাচটা উপহার দিলেন লিটন দাস। ফিল্ডিংয়ে তার বেশ সুনাম। সীমানায় এবং বৃত্তের ভেতরে ফিল্ডিংয়ে সবসময়ই দারুণ নিবেদন দেখান এ ক্রিকেটার। কিন্তু আজ দিনটা তার ছিল না। প্রথমে রাজাপাকশা। পরে আসালাঙ্কার ক্যাচ ছেড়ে বাংলাদেশের প্রায় হাতের মুঠোয় থাকা ম্যাচটা হাতছাড়া করেন লিটন। সহজ দুটি সুযোগ হাতছাড়া করার আক্ষেপ ঝরল মাহমুদউল্লাহর কণ্ঠে।
ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেছেন, ‘ব্যাটসম্যান দারুণ কাজ করেছে। লিটন ও নাঈম আমাদের ভালো সূচনা এনে দিয়েছিল। নাঈম অসাধারণ ইনিংস খেলেছে। মুশফিক নিজেকে দারুণভাবে ফিরিয়ে এনে রান পেয়েছে। অসাধারণ। ফিল্ডিংয়ে আমরা কয়েকটি সুযোগ হাতছাড়া করেছি। সেগুলো নিজেদের পক্ষে আনতে পারলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত।’
বাংলাদেশের পরবর্তী ম্যাচ দুবাইয়ে। ভুলগুলো শুধরে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী মাহমুদউল্লাহ,‘সামনের ম্যাচে ভুলগুলো শুধরে নিতে চাই। আশা করছি আমরা তাদের (ইংল্যান্ডের) বিপক্ষে ভালো প্রতিদ্বন্দ্বীতা করতে পারব।’