নাসিম রুমি: রাহুল দ্রাবিড়ের ছেলে ক্রিকেটের পথ ধরেই এগিয়ে যাচ্ছেন, নানা সময়েই তা খবরে এসেছে ভারতীয় সংবাদমাধ্যমে। এবার ভারতীয় কিংবদন্তির ছেলে জায়গা পেলেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের ম্যাচের সিরিজ ও চার দিনের ম্যাচের সিরিজ, দুটি স্কোয়াডেই ঠাঁই পেয়েছেন সামিত দ্রাবিড়।
বাবা রাহুল দ্রাবিড়কে মনে করা হতো ব্যাটিং শুদ্ধতার প্রতীক। ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন তিনি। দলীয় সমন্বয়ের স্বার্থে ওয়ানডেতে তিনি উইকেটকিপিংও করেছেন অনেকদিন। ছেলে সামিত অলরাউন্ডার। মিডল অর্ডারে ব্যাট করার পাশাপাশি মিডিয়াম পেস বোলিং করেন ১৮ বছর বয়সী ক্রিকেটার। চশমা চোখে তার ব্যাটিংয়ের ছবি নানা সময়েই সংবাদমাধ্যমে এসেছে।
বেঙ্গালুরুতে এখন মহারাজা টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছেন সামিত। খুব ভালো অবশ্য করতে পারেননি সিনিয়র ক্রিকেটে তার প্রথম টি-টোয়েন্টি টুর্নামেন্টে। এখনও পর্যন্ত ৭ ম্যাচ খেলে মোট রান করেছেন ৮২।
বোলিং পাননি এক ম্যাচেও। তবে এর আগে কুচ বিহার টুর্নামেন্টে তার পারফরম্যান্স ছিল দারুণ। ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের চার দিনের ম্যাচের এই টুর্নামেন্টে ৮ ম্যাচে ৩৬২ রান করার পাশাপাশি ১৬ উইকেট নেন সামিত।