নাসিম রুমি: ভারতের ইতিহাসে সর্বকালের সেরা অধিনায়ক কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই মহেন্দ্র সিং ধোনীর নাম থাকার কথা। অথচ সেই ধোনীকেই কিনা ভারতের সর্বকালের সেরা একাদশে রাখলেন না দীনেশ কার্তিক। শুধু তাই নয়, ভারতকে বদলে দেওয়া সৌরভ গাঙ্গুলিরও জায়গা হয়নি একাদশে।
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ক্রিকবাজে নিজের বাছাই করা ভারতের সর্বকালের সেরা একাদশ দিয়েছেন কার্তিক। তাতে দেখা যায়, ভারতকে একটি ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো ধোনির নাম নেই কোথাও। এমনকি জায়গা পাননি ভারতকে ১৯৮৩ বিশ্বকাপ জেতানো অধিনায়ক কপিল দেব।
কার্তিকের একাদশে ওপেনিংয়ে আছেন বীরেন্দর শেবাগ এবং ভারতের বর্তমানে টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা। তিনে কার্তিক রেখেছেন ভারতের সদ্য সাবেক কোচ এবং ‘দ্যা ওয়াল’ খ্যাত রাহুল দ্রাবিড়কে। চার নম্বরে কার্তিক রেখেছেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারকে। যাকে রাখতেই হতো।
পাঁচে আছেন আধুনিক ক্রিকেটের অন্যতম গ্রেট বিরাট কোহলি। ছয়ে আছেন ২০১১ বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করার নায়ক যুবরাজ সিং। তার সঙ্গে আছেন রবীন্দ্র জাদেজা। দলে কোনো উইকেটকিপার রাখেননি কার্তিক!
বোলিং ইউনিটে দুজন স্পিনারের সাথে দুজন পেসারকে রেখেছেন কার্তিক। একালের রবিচন্দ্রন অশ্বিনের সাথে আছেন সেকালের অনিল কুম্বলে। পেস বিভাগেও একালের সাথে সেকালের মিশ্রণ রয়েছে। বর্তমান দুনিয়ার অন্যতম সেরা পেসার জাসপ্রীত বুমরাহর সাথে একসময়ের নামকরা পেসার জহির খানকে রেখেছেন কার্তিক।
কার্তিকের সর্বকালের সেরা ভারত একাদশ:
বীরেন্দর শেবাগ, রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে, জাসপ্রীত বুমরাহ ও জহির খান।