English

20 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
- Advertisement -

ব্যক্তিগত অনুশীলন শুরু করলেন রুবেল হোসেন

- Advertisements -

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক আয়োজিত ব্যক্তিগত অনুশীলনের চতুর্থ পর্বে এসে যোগ দিলেন দেশের ডান-হাতি পেসার রুবেল হোসেন। শনিবার থেকে দেশের বিভিন্ন ভেন্যুতে শুরু হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের চতুর্থ পর্বের অনুশীলন। ক্রিকেটে তিন ফরম্যাটে দলে নিজের জায়গা পোক্ত করতে মুখিয়ে আছেন রুবেল। তবে ব্যক্তিগত অনুশীলনের প্রথম পর্বে ঘাম ঝরাননি। নিজ শহর বাগেরহাটে বিসিবির নির্দেশিকা অনুসারে জিম সেশন করেছেন।
কিন্তু আগামী মাসেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। তাই শেষ পর্যন্ত অন্যান্য ক্রিকেটারদের সাথে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলনে যোগ দিলেন রুবেল। গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের সফরে বাংলাদেশের হয়ে টেস্ট খেলেছিলেন। ২৫.৫ ওভার বল করে ১১৩ রানে নিয়েছিলেন ৩ উইকেট। কিন্তু দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে সুযোগ হয়নি রুবেলের।
শ্রীলঙ্কা সফরে অভিজ্ঞদের দলে নেয়া হবে বলে ইঙ্গিত দিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তাই আবারো ফিরে আসার ব্যাপারে আশাবাদী রুবেল। অনুশীলন শুরু করা পেস বোলারদের মধ্যে তিনিই সর্বশেষ খেলোয়াড়। আরও আগেই অনুশীলন শুরু করেছেন এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান। তবে রুবেলের অনুশীলনের প্রথম দিনটি বৃষ্টিতে ব্যাহত হয়েছে। বৃষ্টির কারণে বোলিং করতে পারেননি। তাই তাসকিন আহমেদ ও অন্যান্য বোলারদের সাথে ফিটনেস সেশনে ঘাম ঝরান।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন