নাসিম রুমি: ভারতের মাটিতে চলছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এই বিশ্বকাপে এসেছে সন্ত্রাসবাদের হুমকি। বিশ্বকাপের ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, মুম্বাই শহরের পুলিশ বিভাগ বোমা হামলার হুমকি সম্বলিত একটি ই-মেইল পেয়েছে। তাতে বলা হয়েছে, বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়াম এবং স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কেন্দ্র করে হুমকি দেওয়া হয়েছে। মেইলে কারাবন্দী গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়ের মুক্তি চাওয়ার পাশাপাশি ৫০০ কোটি রুপিও দাবি করা হয়েছে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, জাতীয় তদন্ত এজেন্সি (এনআইএ) ই–মেইলে প্রথম এই হুমকি পায়। তৎক্ষণাৎ মুম্বাই পুলিশকে বিষয়টি জানিয়ে সতর্ক করে দেওয়া হয়। একইসঙ্গে গুজরাট পুলিশের পাশাপাশি আরও কিছু নিরাপত্তা সংস্থাকে বিষয়টি জানিয়ে সতর্ক করে দেয় এনআইএ। মুম্বাই পুলিশ এরই মধ্যেই শহরে নিরাপত্তা বাড়িয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ইউরোপের কোন দেশ থেকেই এই হুমকি পাঠানো হয়েছে। তাতে লেখা, ‘৫০০ কোটি রুপি ও লরেন্স বিঞ্চয়কে সরকার আমাদের হাতে তুলে না দিলে নরেন্দ্র মোদি ও নরেন্দ্র মোদি স্টেডিয়াম আমরা উড়িয়ে দেব। ভারতে সবকিছুই বিক্রি হয়। তোমরা নিজেদের যতই সুরক্ষিত মনে করো, আমাদের হাত থেকে নিস্তার পাবে না। কথা বলার ইচ্ছা থাকলে ই–মেইল করো।’