English

18 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
- Advertisement -

বিশ্বকাপে যেকোনো কিছু ঘটতে পারে: কেন উইলিয়ামসন

- Advertisements -

রাত পোহালেই শুরু হয়ে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ওমান এবং পাপুয়া নিউগিনি। একই দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ২৩ তারিখ থেকে শুরু হবে সুপার টুয়েলভের লড়াই। এই পর্বে সরাসরি খেলা দলগুলোর অন্যতম নিউজিল্যান্ড। যারা কিছুদিন আগে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে। ফরম্যাটটা টি-টোয়েন্টি বলেই অনেক সম্ভাবনা দেখছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ড এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে পারেনি। এই ফরম্যাটের টুর্নামেন্টে তাদের সেরা সাফল্য সেমি-ফাইনাল খেলা। অধিনায়কদের মিডিয়া সেশনে কেন উইলিয়ামসন বলেন, ‘এটা দারুণ একটি প্রতিযোগিতা এবং অবশ্যই লম্বা সময় পর হতে যাচ্ছে। ম্যাচ জেতাতে পারে এমন ক্রিকেটার সব দলেই আছে। নিজেদের দিনে যেকোনো দল যে কাউকে হারাতে পারে। সামনের পথচলায় বেশ কিছু চ্যালেঞ্জ আসতে যাচ্ছে।’

আগামী ২৬ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নিউ জিল্যান্ডের এবারের বিশ্বকাপ যাত্রা। উইলিয়ামসন আরও বলেন, ‘এটা সংক্ষিপ্ত একটি টুর্নামেন্ট। তাই সব দলই দুর্দান্তভাবে শুরু করতে চাইবে। শুরুতেই মোমেন্টাম ধরার চেষ্টায় থাকবে। কিন্তু এই বিশ্ব আসরগুলোতে যখন ভিন্ন ভেন্যুতে প্রতি তিন দিনে ভিন্ন প্রতিপক্ষের মুখোমুখি হতে হয়, তখন বেশ দ্রুত এর সঙ্গে মানিয়ে নিতে হবে।”বৈশ্বিক আসর হওয়ায় বিশ্বজুড়ে থাকা সব প্রতিভার নিজেদের প্রদর্শনের একটি রোমাঞ্চকর সুযোগ এটি।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন