English

21 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রথম ওভারেই বিশ্বরেকর্ড গড়লো বাংলাদেশ

- Advertisements -

নাসিমরুমি: পুঁজিটা খুব বেশি বড় নয়। এমন পুঁজি নিয়ে শুরুটা যেমন হওয়া দরকার ছিল, তাসকিন আহমেদ ঠিক তেমনই এক সূচনা এনে দিয়েছেন বাংলাদেশকে। প্রথম দুই বলেই তুলে নিয়েছেন দুই উইকেট। তাতেই হয়েছে এক বিশ্বরেকর্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম কোন দেশ প্রথম ওভারের প্রথম দুই বলে প্রতিপক্ষের উইকেট নেওয়ার রেকর্ড গড়েছে। প্রথম দল হিসেবে এই লজ্জায় পড়েছে নেদারল্যান্ডস। এছাড়াও বিশ্বকাপে ০ রানে ২ উইকেট হারানোর ঘটনা এ দিয়ে তৃতীয়বার। উইকেটে একটু মুভমেন্ট আছে, তা প্রথম ইনিংসেই দেখা গেছে বেশ। তার ফায়দা লুটতেই দুই স্লিপ নিয়ে ফিল্ডিং শুরু করেছিল বাংলাদেশ।

সেটাই কাজে দিল প্রথম বলে। ইনিংসের প্রথম বলে তাসকিন তুলে নেন বিক্রমজিৎ সিংকে। বলটা করিডোর অফ আন্সার্টেইন্টিতে করেছিলেন তিনি। তাতেই খোঁচা মেরে দিয়েছেন ডাচ ওপেনার। বলটা চলে যায় দুই স্লিপের প্রথমজনের কাছে। সামনে ঝুঁকে দারুণ এক ক্যাচ নেন ইয়াসির আলী। শুরুতে দুই আম্পায়ার পুরোপুরি নিশ্চিত না থাকায় থার্ড আম্পায়ারের কাছে পাঠান সিদ্ধান্তটা।

সেখানেই দেখা যায়, বলটা মাটি ছোঁয়নি, গিয়ে সোজা জমা পড়েছে ইয়াসিরের হাতে। এরপরের বলেই আবারও আঘাত তাসকিনের। বলটা সেই অফস্টাম্পের একটু বাইরেই করেছিলেন। তিনে নামা বাস ডি লিডও করলেন সেই একই ভুল।পেছনে নুরুল হাসান ক্যাচটা লুফে নিতে ভুল করলেন না একটুও। রানের খাতা খোলার আগেই দুই উইকেট খুইয়ে বসে ডাচরা।

তাসকিন চলে যান হ্যাটট্রিকের দুয়ারে। যদিও পরের বলটায় ৩ রান নিয়ে কলিন অ্যাকারম্যান সে অর্জনটা করতে দেননি তাসকিনকে। খোঁচা দিয়ে বসলেন তিনি। উইকেটে পেছনে নুরুল হাসান ক্যাচটা লুফে নিতে ভুল করলেন না একটুও। রানের খাতা খোলার আগেই দুই উইকেট খুইয়ে বসে ডাচরা।

তাসকিন চলে যান হ্যাটট্রিকের দুয়ারে। যদিও পরের বলটায় ৩ রান নিয়ে কলিন অ্যাকারম্যান সে অর্জনটা করতে দেননি তাসকিনকে। তবে তাসকিন ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হওয়ার যোগ্যতা অর্জন করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন