নাসিম রুমি: অমিতাভ বচ্চনের পর শচীন টেন্ডুলকারের হাতে তুলে দেওয়া হলো ওয়ানডে বিশ্বকাপের গোল্ডেন টিকিট। ভারতীয় কিংবদন্তি কাছে বিশ্বকাপের বিশেষ এই টিকিট পৌঁছে দিলেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বকাপের জন্য গোল্ডেন টিকিট তৈরি করেছে। যেখানে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের দেওয়া হবে এই টিকিট। এই টিকিট থাকলে বিশ্বকাপের সব ম্যাচ দেখা যাবে। ভিআইপি গেট দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে এবং যার কাছে এই টিকিট থাকবে, তিনি খেলা দেখবেন বিসিসিআইয়ের অতিথি হিসাবে।
প্রথম বিগ বি-র হাতে গোল্ডেন টিকিট তুলে দিয়েছিলেন জয়। দ্বিতীয় টিকিটটি পেলেন শচীন। আজ শুক্রবার সকালে শচীনের বাড়িতে যান জয়। তার হাতে গোল্ডেন টিকিট তুলে দেওয়ার ছবি ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে বিসিসিআই।
এদিকে আগামী ৫ অক্টেবর থেকে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ভারতের ১০টি শহরে হবে বিশ্বকাপের খেলাগুলি। গোল্ডেন টিকিট থাকলে এই ১০টি শহরের স্টেডিয়ামেই খেলা দেখা যাবে। এই টিকিট অবশ্য সাধারণ ক্রীড়াপ্রেমীরা পাবেন না। শুধু বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের জন্যই এই টিকিট তৈরি করেছে বিসিসিআই।