English

22 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

বিপিএল ইতিহাসে প্রথমবার ট্রফি ভ্রমণ

- Advertisements -

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিসিবি সভাপতির দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ। দায়িত্ব নিজের প্রথম সংবাদ সম্মেলনেই জানিয়েছিলেন এবারের বিপিএলকে নতুনভাবে সাজাতে চান তিনি। কথার সঙ্গে কাজেরও মিল দেখিয়েছেন সাবেক এই ক্রিকেটার।

বিপিএলকে মানুষের মধ্য ছড়িয়ে দিতে প্রথমবার ট্রফি ভ্রমণের ব্যবস্থা করছে বিসিবি। শনিবার (২১ ডিসেম্বর) বোর্ড সভা শেষে এই কথা জানান ফারুক আহমেদ।

সাধারণত আইসিসি টুর্নামেন্টে অংশগ্রহণ করা দেশগুলোতে ট্রফি ভ্রমণ করতে দেখা যায়। এবারে বিপিএলে দেখা যাবে এই প্রক্রিয়া। টুর্নামেন্টের আয়োজক তিন শহর ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে ভ্রমণ করবে বিপিএলের ট্রফি।

ফারুক আহমদে বলেন, বোর্ড সভায় প্রথম বিপিএল নিয়ে আলোচনা করেছি। মাসকাট এবং থিম সং ইতোমধ্যেই প্রকাশ হয়েছে। সঙ্গীত অনুষ্ঠান হবে তিন শহরে। তারপর আমরা প্রথমবারের মতো বিপিএলের ট্রফি ভ্রমণের আয়োজন করছি।

আগামী ২৩ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএলের প্রথম মিউজিক কনসার্ট। এরপর ২৫ তারিখ চট্টগ্রাম এবং ২৭ তারিখ অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর।

এই তিনটি অনুষ্ঠানের পৃষ্ঠপোষক মধুমতি ব্যাংক। মিউজিক কনসার্টের প্রায় ৫ কোটি টাকা দিচ্ছে দেশের জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, বিপিএলের ১১তম আসরে তিনটি নতুনসহ ৭টি দল অংশগ্রহণ করবে। প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে পরের বছরের ৭ ফেব্রুয়ারি।

এবারের বিপিএলের সাতটি দল হলো ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।

পুরনো দলের মধ্যে নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ছাড়া বদল হয়েছে ঢাকার মালিকানা। পুনরায় ফিরে এসেছে দুর্বার রাজশাহী।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন