English

17 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

বিজয়ের সেঞ্চুরিতে ঢাকা বিভাগকে ২১ রানে হারিয়েছে খুলনা বিভাগ

- Advertisements -

জহিরুল ইসলাম মিশু,সিলেট ব্যুরো: জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে এনামুল হক বিজয়ের সেঞ্চুরির ম্যাচে ঢাকা বিভাগকে ২১ রানে হারিয়েছে খুলনা বিভাগ। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় খুলনা।

বিজয়ের সেঞ্চুরির কল্যাণে ৩ উইকেটে ১৮০ রান তুলেছে তারা। খুলনার দেওয়া ১৮১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৪ উইকেটে ১৫৯ রানে থেমেছে ঢাকার ইনিংস।

আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৪১ রান তোলে খুলনা। বিজয় সাবলীল ব্যাটিং করে গেলেও আরেক ওপেনার ইমরুল কায়েস ফেরেন ১৪ রানে। দ্বিতীয় উইকেটে আজিজুল হাকিম তামিম ও বিজয় ৪৯ রানের আরেকটি জুটি গড়েন। ১৮ রানে আউট হন তামিম। তবে শেষ পর্যন্ত ৬৭ বলে ১০১ রানে অপরাজিত থাকেন বিজয়। ইনিংসে ছিল ১০টি চার ও ৫টি ছক্কা।

শেষ দিকে ২১ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন খুলনার অধিনায়ক নুরুল হাসান সোহান। যার সৌজন্যে ৩ উইকেটে ১৮০ রানের স্কোর পায় তারা। ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন ঢাকার স্পিনার নাজমুল ইসলাম অপু।

১৮১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৩২ রানে তিন টপ অর্ডার—জাওয়াদ আবরার (১১), রনি তালুকদার (৭) ও সাইফ হাসানের (১০) উইকেট হারায়। পঞ্চম উইকেটে ৮৭ রানের একটি জুটি গড়েন তাইবুর রহমান ও মাহিদুল ইসলাম অঙ্কন। ৫ ছক্কা ও ৩ চারে ৪১ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন তাইবুর। অঙ্কন অপরাজিত থাকেন ২৩ বলে ৪ ছক্কা ও ২ চারে ৪৩ রানে।

পঞ্চম রাউন্ড শেষে তিন হার ও দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে উঠেছে। এই ম্যাচের আগ পর্যন্ত টেবিলের সবার নিচে ছিল তারা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন