English

18 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

বাংলাদেশ কত উন্নতি করেছে, বিশ্বকে দেখিয়ে দেওয়ার সময় এখনই

- Advertisements -

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করার প্রধান লক্ষ্য নিয়েই দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সেই কথা রেখেছে তার দল। গতকাল শুক্রবার বিশ্বকাপ বাছাইপর্বের সেমিফাইনালে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়ে আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী দল।

থাইল্যান্ডের বিপক্ষে এই জয়ের পর অধিনায়ক জ্যোতি জানালেন, এবার বিশ্বকে দেখিয়ে দেওয়ার সময়। তিনি বলেন, ‘আমরা এখানে এসেছিলাম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে এবং আমরা তা পেরেছি। এত বছর ধরে আমরা একসঙ্গে খেলছি, এখন সময় হয়েছে গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়ার যে আমরা কতটা ভালো, দল হিসেবে কতটা উন্নতি করেছি।’

বাছাইপর্বে দলের মেয়েরা যেভাবে খেলেছে তাতে অধিনায়ক জ্যোতি গর্বিত। গতকাল ম্যাচটা দারুণ স্নায়ুচাপ নিয়েই হাজির হয়েছিল। তবে জ্যোতি জানালেন, সেই মুহূর্তে জয়ের বিষয়ে দলের সবার বিশ্বাস ছিল।

জ্যোতির ভাষ্য, ‘পুরো টুর্নামেন্টে আমার মেয়েরা যেভাবে খেলেছে, অধিনায়ক হিসেবে আমি গর্ব অনুভব করি। আজকে যদিও একটু ক্লোজ ম্যাচ ছিল। তার পরও আমার বিশ্বাস ছিল সবার প্রতি। দলের সবারও বিশ্বাস ছিল যে আমরা ম্যাচটা বের করে আনতে পারব। মেয়েরা দারুণ বোলিং ও ফিল্ডিং করেছে।’

বর্তমানে বিশ্বকাপ বাছাইপর্ব নিয়ে জ্যোতির আশা, ‘এখন অবশ্যই আমাদের নজর চ্যাম্পিয়নশিপের দিকে। আশা করি আমরা ফাইনালে আমাদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হয়েই ফিরব।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

জোড়া গোলে রোনালদোর ‘সেঞ্চুরি’

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন