English

26 C
Dhaka
বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
- Advertisement -

বাংলাদেশের বিপক্ষে খেলা নিয়ে ভারতকে সতর্ক করলেন সুরেশ রায়না

- Advertisements -

আগামী মাসেই ভারত সফরে যাবে বাংলাদেশ। এই সফরে ভারতীয়দের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্টের মাধ্যমে শুরু হবে লড়াই। টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে অক্টোবরে।

টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলা নিয়ে ভারতীয় দলকে সতর্কবার্তা দিয়েছেন সুরেশ রায়না। বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই মনে করেন তিনি। টাইগারদের বোলিং আক্রমণ মাঠে যেকোনো কিছুই ঘটাতে পারে বলে মনে করছেন সাবেক ভারতীয় ব্যাটার। বিশেষ করে বাংলাদেশের স্পিন বোলারদের নিয়েই শঙ্কা রায়নার।

দিল্লিতে লিজেন্ড ক্রিকেট লিগে খেলতে গিয়ে রায়না বলেন, ‘আপনি বাংলাদেশকে হালকাভাবে নিতে পারবেন না। কারণ তাদের দুর্দান্ত স্পিন বোলিং আক্রমণ এবং কিছু ভালো খেলোয়াড় রয়েছে। যারা দীর্ঘদিন ধরে ভালো করেছে। এই সিরিজ অস্ট্রেলিয়া সফরের জন্য একটি দুর্দান্ত অনুশীলন হবে।’

ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে ১৯ সেপ্টেম্বর। এরপর কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর।

৬ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুটি ম্যাচ হবে ৯ ও ১২ অক্টোরব।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন