নসিম রুমি: ফরচুন বরিশালের হারের পরই উড়াল দিয়েছিলেন দুবাই। এরপর দলের সঙ্গে সিলেটেও আসেননি।
এবার জানা গেছে, শোয়েব মালিক আর বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিরছেন না। আনুষ্ঠানিকভাবেই বিষয়টি জানিয়েছে বরিশাল কতৃপক্ষ।
পারিবারিক কারণ দেখিয়ে মালিক উড়াল দেন দুবাইয়ে। কিন্তু সেখান থেকে ফিরতে বেশ কয়েকদিন দেরি হবে বলে বরিশালকে জানান মালিক।
পরে তার পিএসএলের জন্য যেতে হবে ১০ ফেব্রুয়ারি। এজন্য তাকে আর চায়নি বরিশাল।
মালিকের বদলে আরও এক পাকিস্তানিকে দলে নিয়েছে বরিশাল। আহমেদ শেহজাদ শিগগিরই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া কাইল মেয়ার্সও এবারের বিপিএলে বরিশালের হয়ে খেলবেন।
বিপিএল শুরুর আগের দিন তৃতীয় বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান মালিক। একই সঙ্গে প্রকাশ্যে আসে টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে তার বিচ্ছেদের খবরও।