English

15 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫
- Advertisement -

‘পাকিস্তান যত ভালোই খেলুক, জিতবে ভারত’

- Advertisements -

ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। হাই ভোল্টেজ ম্যাচটির জন্য দুই দেশের ভক্তদের আর তর সইছে না। ইতিহাসের পুনরাবৃত্তি হবে নাকি লেখা হবে নতুন গল্প- তা জানতে যেন ভক্তরা তীর্থের কাকের মতো বসে আছেন।
তবে সাবেক তারকা ক্রিকেটার রশিদ লতিফের মতে, বরাবরের মত এবারও জয়ী দল হবে ভারত। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক অধিনায়ক বলেছেন, ‘পাকিস্তান যতই ভালো খেলুক, তাতে কিছু যায় আসে না। যদি ভারত ভুল কম করে, তাহলে পাকিস্তানের জেতা কঠিন হবে।’
অধিনায়ক থাকা অবস্থায় স্মৃতিচারণ করে সাবেক পাকিস্তানি উইকেটরক্ষক বলেছেন, ‘যখন অধিনায়ক ছিলাম, তখন প্রতিপক্ষকে ভুল করানোর জন্য যথাসাধ্য চেষ্টা করতাম। নিজের কাজ তো করতেই হবে, একই সঙ্গে প্রতিপক্ষকে ভুল করতে বাধ্য করতে হবে। তাই এখানে দক্ষতার চেয়ে সবচেয়ে বেশি প্রয়োজন কৌশলী হওয়া।’
ভারতের দলে অনেক তারকা খেলোয়াড় রয়েছে। একাদশ নির্বাচনে ভারতীয় টীম ম্যানেজমেন্টের ভুল করার সম্ভাবনা বেশি জানিয়ে লতিফের বক্তব্য, ‘তারা (ভারত) কাকে রেখে কাকে খেলাবে? সূর্যকুমার যাদব, ইশান কিষান তো রয়েছেই। এরপর আসি স্পিনারদের বেলায়। বরুণ চক্রবর্তী, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন- প্রত্যেকেই দুর্দান্ত ফর্মে রয়েছে। এতো এতো অপশন থাকলে একাদশ নির্বাচনে বিরাট কোহলির ভুল করার সম্ভাবনা থাকবে। আমি দেখবো বিরাট টস জিতে কী সিদ্ধান্ত নেয়, আর কোন একাদশ নিয়ে খেলে।’
ওয়ানডে বিশ্বকাপে ৭ ম্যাচ, টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ম্যাচ- সব মিলিয়ে ভারত ১২-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তানের চেয়ে। তবে যত যাই হোক, বাবর আজমরা এসব পরিসংখ্যান নিয়ে মাথা ঘামাচ্ছেন না। প্রতিবেশী দেশের বিপক্ষে প্রথম ম্যাচ জিততে পাকিস্তান দল তাদের সেরাটা দিয়েই মাঠে খেলার প্রত্যয় ব্যক্ত করেছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

হাসুন, হাসিতে ভালো থাকুন

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন