মেলবোর্নের আকাশে কালো যেন কাটছেই না! সামনের দিনগুলোও উদ্বেগজনক। বৃষ্টি মাটি করে দিতে পারে ইংল্যান্ড ও পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল।
রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হচ্ছে দুই দল। ওই দিন বৃষ্টি হলে বিকল্প দুটি রাস্তা খোলা- রিজার্ভ ডে এবং ট্রফি ভাগাভাগি।
শুক্রবার সকালে ব্যুরো অব মেটিওরোলজি এক বিবৃতিতে জানায়, রবিবার ১৫ থেকে ২৫ মিলিমিটার বৃষ্টির শঙ্কা রয়েছে ৯৫ শতাংশ। তারা বলছে, ‘বৃষ্টির প্রবল শঙ্কা (প্রায় ১০০ শতাংশ)। ব্রজসহ ভারি বৃষ্টিপাত হতে পারে।’
সোমবার বরাদ্দ হয়েছে রিজার্ভ ডে হিসেবে। কিন্তু সেদিনও ৫ থেকে ১০ মিলিমিটার বৃষ্টির শঙ্কা রয়েছে ৯৫ শতাংশ। টুর্নামেন্টে নকআউটের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, দুই দলের প্রতি ইনিংস ১০ ওভার করে খেলা হলেই সেটাকে ম্যাচ ধরা হবে, যেখানে গ্রুপ পর্বে এর দৈর্ঘ্য ছিল পাঁচ ওভার করে।
প্রথম অগ্রাধিকার থাকবে প্রয়োজনে রবিবার ওভার কমিয়ে হলেও ম্যাচ শেষ করা। তবে রবিবার খেলা শুরু হওয়ার পর শেষ না হলে রিজার্ভ ডেতে গড়াবে, যেখানে নির্ধারিত দিনের খেলা শেষ হয়েছিল সেখান থেকে। টস হলেই ম্যাচ শুরু ধরা হবে।
রবিবার ম্যাচ শুরু হওয়ার পর যদি বৈরি আবহাওয়ার কারণে ওই দিন আর বল মাঠে না গড়ায় তাহলে রিজার্ভ ডেতে ২০ ওভারের ইনিংস ধরেই খেলা হবে।
ফাইনালের নির্ধারিত দিনে শুধু ৩০ মিনিট বাড়তি বরাদ্দ রাখা হবে। কিন্তু রিজার্ভ ডেতে ম্যাচ গেলে ২ ঘণ্টা অতিরিক্ত সময় বরাদ্দ থাকবে, সোমবার ম্যাচ শুরু হবে স্থানীয় সময় বিকাল তিনটায়।
তবে দুই দিনেও যদি ন্যূনতম ওভার না খেলা হয়, তাহলে ট্রফি ভাগাভাগি হবে।