নাসিম রুমি: বাগদান সম্পন্ন হয়েছিল গত বছরেই। অপেক্ষা ছিল কেবল মেয়ের পড়াশোনা শেষের।সেই অধ্যায় সমাপ্ত হওয়ার পর বড় মেয়ে আনিশা আফ্রিদির সাথে পাকিস্তান দলের তারকা পেসার শাহিন আফ্রিদির বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করলেন পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি।
সম্প্রতি পাকিস্তানের এক গণমাধ্যমকে তিনি জানান, আগামী দিনে ৩ ফেব্রুয়ারি শাহিন- আনিশার বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। ইসলামিক রীতিনীতি ও ঐতিহ্য অনুযায়ী এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হবে বলেও তিনি নিশ্চিত করেন।
ছোট পরিসরে সে আয়োজনের পর আত্মীয়-স্বজন ও পরিচিতদের বড় আয়োজনে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা আছে আফ্রিদি পরিবারের। আনিশার সাথে বিয়ের পর শাহীন আফ্রিদি সরাসরি পিএসএল খেলতে যোগ দেবেন তার দল লাহোর কান্দালার্সের সাথে।
ইনজুরিতে থাকায় দেশের মাটিতে ইংল্যান্ডের সাথে সদ্য সমাপ্ত তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে পারেননি এই বাঁহাতি পেসার। বোলিং ডিপার্টমেন্টে দলের মূল তারকাকে হারিয়ে পাকিস্তান ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছে ইংলিশদের কাছে।