জহিরুল ইসলাম মিশু,সিলেট ব্যুরো: সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় দিনে আজ বাংলাদেশের বোলিং তুলনামূলক ভালো হলেও জিম্বাবুয়ের লিড আটকানো যায়নি।
৮২ রানের লিড নিয়ে ২৭৩ রানে থেমেছে তাদের প্রথম ইনিংস। সকালে নাহিদ রানার তোপে শুরু। পরে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি জাদুতে মোটামুটি আড়াই শর আশপাশে সফরকারীদের আটকানো গেছে। টেস্ট ক্যারিয়ারে ১১ তম বার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন মিরাজ। দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের গতিতারকা নাহিদ রানার গতিতে খাবি খেয়েছে জিম্বাবুয়ে।
প্রথম সেশনের চার উইকেটের তিনটিই তুলে নিয়েছেন তিনি। লাঞ্চ বিরতির আগে জিম্বাবুয়ে তখনো ৫৮ রানে পিছিয়ে। সেখান থেকে দ্বিতীয় সেশনে জিম্বাবুয়ের ব্যাটাররা সাবলীল ব্যাটিং করেছেন। বাংলাদেশের বিপক্ষে তারা নিয়েছে ৮২ রানের লিড। আর মেহেদী হাসান মিরাজ তাঁর টেস্ট ক্যারিয়ারে ১১ বারের মতো ইনিংসে পেয়েছেন ৫ উইকেট।
মিরাজের পর ইনিংসে বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং করেছেন নাহিদ রানা। ১৮ ওভারে ৭৪ রানে নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ। আর সবশেষ মিরাজ ইনিংসে ৫ উইকেট নিয়েছেন গত বছরের আগস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে।
কাল তৃতীয় দিন ম্যাচের গতিপথ অনেকটাই পরিস্কার হয়ে যেতে পারে।