নাসিম রুমি: সপ্তাহ না ঘুরতেইহাজির হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে প্রস্তুতি বাংলাদেশের জন্য খুব বেশি ভালো হয়েছে এমন দাবি করার সুযোগ খুব একটা নেই। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পেলেও বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্স দিনশেষে আলোচনার মুখ্য বস্তু হয়ে উঠেছে।
বাংলাদেশ দলের এমন মলিন পারফরম্যান্সকেই টাইগারদের টি-টোয়েন্টি সামর্থ্য বলে বিবেচনা করছেন অনেকেই। আবার প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপুর আশাবাদ এই স্কোয়াডই বিশ্বকাপে ভালো কিছু উপহার দেবে। তবে সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সহজেই মেনে নিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি খেলার মান এখনো অনেকটাই পিছিয়ে।
আজ রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেটের প্রধান সমন্বয়ক নান্নু টেনে আনলেন ফ্র্যাঞ্চাইজি লিগের কথা, ‘দেখুন, বাইরের দেশে যে লিগগুলো হয় আমাদের কয়টা খেলোয়াড় খেলে। আমাদের নিচের সারির বা কাছাকাছি মানের দল আফগানিস্তানের ১১-১২ জন বেশিভাগ ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে।’
সাবেক এই খেলোয়াড় ও নির্বাচকের বক্তব্য বাইরের দেশে খেলার অভিজ্ঞতাই একসময় বাংলাদেশকে এগিয়ে নেবে, ‘ওদের অভিজ্ঞতাটা অনেক। আমরাও যাচ্ছি আস্তে আস্তে আমাদের মুস্তাফিজ এবারের আইপিএলে যথেষ্ট ভালো খেলেছে এবং আমাদের আরও যদি ৩-৪ জন খেলোয়াড় গড়ে ৩-৪ টা লিগ খেলতে পারে তাহলে এই সংস্করণে আমরাও শক্তিশালী হবো। তারপরও এই সংস্করণ নিয়ে আগাম কিছু বলতে পারবেন না। একটা দেশের ঘরোয়া ক্রিকেট আর আন্তর্জাতিকের মাঝে অনেক পার্থক্য আছে।’
নান্নু স্বীকার করলেন টি-টোয়েন্টিতে পিছিয়ে বাংলাদেশ, ‘টি-টোয়েন্টি সংস্করণে আমাদের যে স্ট্যান্ডার্ড এই জায়গায় আমরা কিন্তু অনেক পিছিয়ে। এটা কিন্তু মানতে হবে।’