English

24 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

টাকা ছাড়াই ক্রিকেটের পাশে থাকবেন রফিক

- Advertisements -

নাসিম রুমি: একসময় ছিলেন তারকা ক্রিকেটার। বাংলাদেশের ইতিহাস সেরা স্পিনারদের একজন মোহাম্মদ রফিক।

কিন্তু অবসরের পর কিছুটা আড়ালেই চলে গিয়েছেন তিনি। অনেকসময়ই এ নিয়ে নিজের আক্ষেপের কথা শুনিয়েছেন রফিক।

দেশের রাজনৈতিক পালাবদলের পর এখন পরিবর্তনের ডাক শোনা যাচ্ছে সবদিকে। ক্রীড়াঙ্গনও তার ব্যতিক্রম নয়।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বেশ কয়েকজন বোর্ড পরিচালক গা ঢাকা দিয়েছেন। এই সময়েও বাংলাদেশের ক্রিকেটের পাশে দাঁড়াতে চান তিনি।

রফিক বলেন, ‘ওই সময় ছিলাম, এখন বাংলাদেশের ক্রিকেটের অবস্থা খারাপ তবে আমরা এখনও আছি। তারা যদি বলে আসেন আমাদের সাহায্য লাগবে তাহলে কিন্তু আমরা সাহায্যের জন্য বসে আছি। আমরা বলি না যে আমাদের টাকা-পয়সা দেন। আমরা ক্রিকেটের খারাপ সময়েও আছি। ’

বিসিবিতে এখন পরিবর্তনের কথা বলছেন অনেকে। দেশের অবস্থাও খুব একটা ভালো নয়। এর মধ্যে অক্টোবরে বাংলাদেশের মাটিতে হওয়ার কথা রয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টের কথাও গুরুত্বের সঙ্গে বলেছেন রফিক।

তিনি বলেন, ‘সামনে কিন্তু নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমরা চাচ্ছি এই টুর্নামেন্টটা যেন বাংলাদেশেই হয়। তাই আমি মনে করি সেনা কর্মকর্তারা যত তাড়াতাড়ি এইখানে আসবে দেশের ক্রিকেটের জন্য তত ভালো হবে। এবং আইসিসি এই টুর্নামেন্টটা এইখানেই আয়োজন করার অনুমতি দেবে। ’

‘কত বড় একটা ঝামেলা হলো। তবে বিসিবিতে তো একটাও ঢিল মারেনি। আমরা সকলেই ক্রিকেটটা পছন্দ করি। তাই কিন্তু বিসিবির কোনো ক্ষতি হয়নি। তবে আমি মনে করি, একজন পরিবর্তন হলে হবে না। পুরোটাই তার দল। ফলে পুরোটাই পরিবর্তন করা উচিত। তারা তো ছিল, দেখেন তারা কী করেছে ক্রিকেটের জন্য!’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন