ডাবলিনে ম্যাচ চলাকালে ছক্কা হাঁকিয়ে মাঠের বাইরে পাঠিয়েছেন আয়ারল্যান্ডের ক্রিকেটার কেভিন ও’ব্রায়েন। সেই বল গিয়ে মাঠের বাইরের পার্কিংয়ে থাকা তারই গাড়ির পেছনের কাচ ভেঙে ফেলেছে।
ঘটনা আয়ারল্যান্ডের আন্তঃপ্রাদেশিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্স ও লেনস্টার লাইটনিং ম্যাচে। বৃষ্টির বাধায় বৃহস্পতিবার ১২ ওভারে নেমে আসা ম্যাচটিতে লাইটনিংয়ের হয়ে ৩৭ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস খেলেন ও’ব্রায়েন। ইনিংসটিতে তিনটি চারের সঙ্গে আটটি ছক্কা হাঁকান তিনি।
এরই মধ্যে একটি ছক্কা গিয়ে পড়ে মাঠ সংলগ্ন কার-পার্কিংয়ে রাখা তার নিজেরই গাড়িতে। বলের আঘাতে ভেঙে যায় গাড়ির পেছনের কাচ। যেটার ছবি টুইট করেছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। কেভিন নিজেও মজা করে টুইট করেছেন, ‘সামনে থেকে গাড়িটা আরো দূরে পার্ক করতে হবে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন