নাসিম রুমি: দুবাইতে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ঘরে তুলেছে ভারত। ফাইনালে ব্যর্থ হন বিরাট কোহলি। ব্যাট হাতে করেন মাত্র ১ রান। দল শিরোপা নিশ্চিত করার পর মাঠেই তাৎক্ষণিক সাক্ষাৎকারে কোহলি দলের পারফরম্যান্সের জন্য তরুণদের কৃতিত্ব দেন।
এ সময় নিজের অবসর নিয়েও কি ইঙ্গিত দিলেন কিনা কোহলি তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
কোহলি বলেন, ‘কঠিন অস্ট্রেলিয়া সিরিজের পর আমরা ফেরার লক্ষ্যে ছিলাম। সেটা করতে পেরে ভালো লাগছে। তরুণ খেলোয়াড়দের সঙ্গে খেলতে পেরে ভালো লাগছে। তরুণরা ভারতীয় ক্রিকেট দলকে সঠিক দিকে নিয়ে যাচ্ছেন। ট্রফি জিততে গেলে গোটা দলকে আলাদা আলাদা ম্যাচে এগিয়ে এসে খেলতে হবে। দলের খেলোয়াড়রা সকলেই ভালো ইনিংস খেলেছে, দলগত চেষ্টাতেই আসে সাফল্য। আমি সব তরুণ প্লেয়ারদের সঙ্গে কথা বলেছি, আমার অভিজ্ঞতা শেয়ার করেছি, বলেছি কী ভাবে খেলতে হবে।’
কোহলির এরপর বলেন, ‘যখন কেউ ক্রিকেট ছাড়তে চায়, তখন চাইবে ভালো জায়গায় দলকে রেখে ছাড়তে। আমি মনে করি যারা দলে আছে তারা পরবর্তী আট বছর ক্রিকেট শাসনের জন্য তৈরী। শুবমান গিল, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল সকলেই গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। দল এখন ভালো জায়গায় আছে।’
কোহলির মতে বর্তমান দলের তরুণরা পরবর্তী আট বছরের জন্য তৈরী। এরপর বলেছেন, দলকে ভালো জায়গায় রেখে ক্রিকেট ছাড়ার কথা। তার এমন কথায় শুরু হয়েছে জল্পনা। তবে কোহলি ওয়ানডে থেকে অবসর নেন কিনা সেটি সময়ই বলে দেবে। এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর মাঠেই সংক্ষিপ্ত এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন কোহলি।