English

21 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

চোখের জলে শেষ ওয়ানডে খেললেন টেইলর

- Advertisements -

ঘরের মাঠে জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছেন রস টেইলর। আজ সোমবার নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যামিল্টনে খেলে ফেললেন শেষ ওয়ানডে। যা ছিল নিউজিল্যান্ডের জার্সি গায়ে তার ৪৫০তম ম্যাচ। তিন ফরম্যাটে তিনি রান করেছেন ১৮ হাজার ১৯৯টি।

নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টম লাথাম। জাতীয় সঙ্গীতের সময় স্ত্রী ও তিন সন্তানদের নিয়ে মাঠে নামেন রস টেইলর। জাতীয় সঙ্গীতের সময় ডুকরে কেঁদে ওঠেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। পাশ থেকে সতীর্থ মার্টিন গাপটিল পিঠ চাপড়ে সান্ত্বনা দেন।

ব্যাট হাতে মাঠে নামেন চতুর্থ ব্যাটসম্যান হিসেবে। তিনি মাঠে নামার সময় সীমিত দর্শকের মুহূর্মুহু করতালিতে মুখরিত হয় সেডন পার্ক। ১৬ বল মোকাবিলা করে ১ ছক্কায় ১৪ রান করে কট অ্যান্ড বোল্ড হন লোগান ফন বিকের বলে। মাঠে নামার আগে কাঁদলেও ১৪ রান করে মাঠ ছাড়ার সময় মুখে হাসি লেগে ছিল তার। আবারও মুহূর্মুহু করতালিতে মাঠ ছাড়েন তিনি।

২০০৬ সালে ওয়ানডে অভিষেক হওয়া টেলর অবশ্য গেল বছরের শেষের দিকে তার অবসর ঘোষণার পরিকল্পনা জানিয়েছিলেন।

নিউজিল্যান্ডের হয়ে রস টেইলরের চেয়ে বেশি রান আর কেউ করতে পারেনি। ১১২ টেস্টে ১৯টি সেঞ্চুরি ও ৩৫টি হাফ সেঞ্চুরিতে করেছেন ৭ হাজার ৬৮৩ রান। সর্বোচ্চ ইনিংস ২৯০ রানের।

২৩৬ ওয়ানডেতে রান করেছেন ৮ হাজার ৬০৭টি। সেঞ্চুরি ২১টি আর হাফ সেঞ্চুরি ৫১টি। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ১৮১ রানের। ১০২টি টি-টোয়েন্টি ম্যাচে তিনি রান করেছেন ১ হাজার ৯০৯টি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন