English

21 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

চাই তামিম আরও ২-৩ বছর খেলুক, না পারলে বোর্ডে আসুক’

- Advertisements -

নাসিম রুমি: আগামী বছর তামিম ইকবালকে জাতীয় দলে ফেরানোর ব্যাপারে আবার বসার পরিকল্পনার কথা জানিয়েছিলেন সদ্য বিদায়ী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে সে আলোচনায় বসার আগেই আজ পদত্যাগ করেছেন নাজমুল হাসান। তার স্থলাভিষিক্ত নতুন সভাপতি ফারুক আহমেদ অন্তত এ ব্যাপারে পূর্বসূরির সঙ্গে একমত। তামিমকে আরও কয়েকবছর জাতীয় দলে দেখতে চান তিনিও।

বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে প্রশ্ন করা হয়েছিল, তামিম ইকবাল ক্রিকেটে ফিরবেন কিনা। জবাবে সাবেক প্রধান নির্বাচক বলেন, ‘এই ব্যাপারে তামিম কী চিন্তা করছে… প্রথমে তার সাথে কথা বলা দরকার। আপনি যদি আমার ব্যক্তিগত মত জানতে চান আমি চাই তামিম আরও ২-৩ বছর খেলুক। তবে ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু হয় না। ওর ফিটনেস দেখতে হবে, ওর দলে আসতে কী কী করতে হবে।’

তামিমের অনুপস্থিতিতে জাতীয় দলে এখনো কোনো ওপেনার নিজেকে থিতু করতে পারেননি। তাই বোর্ড সভাপতি নিজের পছন্দটা জানিয়ে দিয়েছেন, তামিম যদি খেলোয়াড় হিসেবেও ভূমিকা রাখতে না পারেন, তাহলে বোর্ডের দায়িত্বে চান তাঁকে, ‘তবে সে কি ফরম্যাটে খেলবে আমি মনে করি, ফিফটি ওভার ঠিক আছে, লঙ্গার ভার্সনেও (টেস্ট) ভালো হতো অভিজ্ঞতাসহ। কিন্তু লঙ্গার ভার্সনের যেই কষ্টটা তার বডি নিতে পারবে কিনা আমি জানি না। এইটা তামিমই ভালো বলতে পারবে। ও যদি খেলতে না পারে ও যদি বোর্ডে আসে আমি খুশি হবো।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন