English

26 C
Dhaka
বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
- Advertisement -

ক্রিকেটে যেসব সংস্কার চান বিজয়

- Advertisements -

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর নড়েচড়ে বসেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। বিসিবিতে পরিবর্তনের জোর দাবি উঠেছে। বাংলাদেশের জনপ্রিয় খেলা ক্রিকেটেও সংস্কারের দাবি তুলেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ক্রিকেটে সংস্কার চেয়ে বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এনামুল হক বিজয়।

তৃণমূলপর্যায় থেকে ক্রিকেটকে ঢেলে সাজানোর ব্যাপারে বিজয় বলেন, ‘সামনে আমরা কতটুকু পাব বা আগে কতটুকু পেয়েছি, এসব নিয়ে চিন্তা করার চেয়ে বর্তমান নিয়ে থাকাটা জরুরি। ক্রিকেট শুধু একক কোনো ক্রিকেটারের কথা দিয়ে পরিচালিত হয় না। এখানে আপনারা থাকবেন, সিনিয়ররা থাকবেন, নিচের মানুষ থাকবে। আমি মনে করি, ক্রিকেটটাকে উন্নতি করতে হলে তৃণমূল পর্যায় থেকে শুরু করতে হয়। সেটার ফল আমরা পাই।’

বিজয় আরও বলেন, ‘আমার মনে হয়, তৃণমূল পর্যায়টা মজবুত করা জরুরি। সেটা দল নির্বাচন হতে পারে, উইকেট হতে পারে, আর্থিক হতে পারে, অনুপ্রেরণা হতে পারে, চিকিৎসা হতে পারে, সুবিধাদি হতে পারে। আমাকে যদি বলেন, আমি মনে করি, তৃণমূল থেকে দারুণ গোছালো ক্রিকেট হওয়া জরুরি।’

ক্রিকেটটাকে কেবল মিরপুরকেন্দ্রিক না করে সারা দেশে ছড়িয়ে দেওয়ার কথা বলেন বিজয়। তিনি বলেন, ‘ঢাকাকেন্দ্রিক, মিরপুরকেন্দ্রিক ক্রিকেট আসলে আমরা খেলি। এই ইনডোর, এই আউটডোর… আমার মনে হয়, প্রতিটা জেলায় জেলায় এই সুবিধাদি তৈরি করা, জেলায় জেলায় যে আমরা আগে ক্রিকেটকে পছন্দ করে, ভালোবেসে ক্রিকেট খেলেছি, সেটাতে আসলে চলে যাওয়াটা জরুরি। তাহলে ভালোবাসা থেকে ক্রিকেটটা শুরু হবে। যেটা আসলে ভবিষ্যতে ভালো কিছু হবে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন