English

26 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

এবার অবসরের ঘোষণা দিলেন মোহাম্মদ ইরফান

- Advertisements -

পাকিস্তান ক্রিকেটে অবসরের হিড়িক লেগেছে। মাত্র ৪৮ ঘণ্টার মাঝেই তিন ক্রিকেটার অবসরের ঘোষণা দিয়েছেন। ইমাদ ওয়াসিমকে দিয়ে শুরু, এরপর মোহাম্মদ আমিরও দ্বিতীয় দফায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন। সর্বশেষ সেই তালিকায় যুক্ত হলেন পেসার মোহাম্মদ ইরফান।

গতকাল (শনিবার) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক টুইটে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। প্রায় ৫ বছর জাতীয় দলের বাইরে রয়েছেন ৪২ বছর বয়সী এই পেসার। ফলে স্বভাবতই আন্তর্জাতিক ক্রিকেটে তিনি থেকেও নেই। ফলে পাকিস্তানের জার্সিতে তিন ফরম্যাটে ৮৬ ম্যাচ খেলা ইরফান ক্রিকেটকে বিদায়ের পথেই হাঁটলেন।

অবসরের ঘোষণা দিয়ে ৭ ফুট ১ ইঞ্চি উচ্চতার এই ক্রিকেটার লিখেছেন, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সতীর্থ, কোচসহ সবাইকে কৃতজ্ঞতা জানাতে চাই— যারা আমাকে ভালোবাসা, সমর্থন ও অবিস্মরণীয় স্মৃতি উপহার দিয়েছেন। যে খেলাটি আমাকে সবকিছু দিয়েছে, তাতে আমার সমর্থন ও উদযাপন অব্যাহত থাকবে।’

এর আগে পাকিস্তানের জার্সিতে ইরফানের আন্তর্জাতিক অভিষেক হয় ২০১০ সালে, ইংল্যান্ডের বিপক্ষে। এরপর থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত তিনি ৪টি টেস্ট, ৬০ ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি খেলেছেন। সবমিলিয়ে ৮৬ ম্যাচে তার উইকেট ১০৯টি। তবে ইরফান বেশ ঝলক দেখিয়েছেন ২০১২–১৩ মৌসুমের ভারত সফরে। যেখানে তার বলে ভারতীয় বাঘা-বাঘা ব্যাটাররা খাবি খেয়েছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন