English

26 C
Dhaka
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

এনসিএলে নিষিদ্ধ হলেন আকবর

- Advertisements -

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন রংপুরের অধিনায়ক আকরব আলী। পঞ্চম রাউন্ডে বরিশাল বিভাগের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সাথে আশোভন আচরণ ও নিয়ম ভঙ্গ করে নিষেধাজ্ঞার কবলে পড়েছেন তিনি।

২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জেতানো অধিনায়ক আকবরকে এই নিষেধাজ্ঞা দিয়েছে এনসিএল টেকনিক্যাল কমিটি। এতে এনসিএলের এবারের আসরে আর খেলার সুযোগ পাবেন না তিনি।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে আম্পায়ারের সাথে আশোভন আচরণ করেন আকবর। পরে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যাওয়ার সময় ব্যাট দিয়ে আঘাত করেন চেয়ারে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিধিনিষেধ সংক্রান্ত লেভেল-২ ভঙ্গ করেন আকবর। উল্লেখিত ধারায় বর্ণিত বিধি অনুসারে দুই ম্যাচ নিষিদ্ধ হলেন তিনি।

এনসিএলের এখন পর্যন্ত ৫ রাউন্ড সম্পন্ন হয়েছে। বাকি আছে ২ রাউন্ড।

২০২০ সালে বাংলাদেশকে বিশ্বকাপ জেতানোর পর থেকেই দেশের ক্রিকেটভক্তদের পরিচিত হয়ে ওঠেন আকবর। ঘরোয়া ক্রিকেটে ভালোই করছেন তিনি। গেল মাসে ওমানের মাটিতে ইমার্জিং এশিয়া কাপেও বাংলাদেশেকে নেতৃত্ব দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। জাতীয় দলে ডাক পেলেও এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি আকবরের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন