English

19 C
Dhaka
বুধবার, জানুয়ারি ৮, ২০২৫
- Advertisement -

ইয়াশা-আফ্রিদিকে এনেও কেন দর্শক টানতে পারেনি চিটাগং?

- Advertisements -

নাসিম রুমি: তারকাদের এনেও দর্শক টানতে পারছে না চিটাগং, সামনে কি অবস্থা বদলাবে?
খুলনা টাইগার্সের কাছে ৩৭ রানের হার দিয়ে বিপিএল শুরু করেছে মোহাম্মদ মিঠুনের চিটাগং কিংস। গতকাল মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে মিরপুরের গ্যালারি বলতে গেলে ফাঁকাই ছিল। সন্ধ্যায় রংপুর রাইডার্সের ম্যাচে কিছু দর্শক দেখা গেছে। কিন্তু এত প্রচার-প্রচারণা করেও কেন দর্শক টানতে পারল না চিটাগং কিংস?

এবারের বিপিএলে চিটাগং কিংস শুভেচ্ছাদূত করেছে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিকে, বাংলাদেশে যার বেশ ভালো সংখ্যক ভক্ত আছে। এছাড়া কানাডিয়ান মডেল-উপস্থাপক ইয়াশা সাগরকে হোস্ট হিসেবে আনা হয়েছে। ইতোমধ্যেই ইয়াশা গণমাধ্যমের নজর নিজের দিকে টেনে নিয়েছেন। দলের সঙ্গে তার বিভিন্ন মুহূর্তের ছবি-ভিডিওতে সোশ্যাল মিডিয়া এখন সয়লাব।

এতকিছুর পরও চিটাগং কিংস থেকে দর্শকদের মুখ ফিরিয়ে নেওয়ার বড় কারণ- সাকিব আল হাসানের না থাকা। বিশ্বের অন্যতম সেরা এই অল-রাউন্ডারকে দলে নিয়েছিল চিটাগং কিংস। কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে খেলতে পারছেন না পতিত আওয়ামী লীগের সাবেক সাংসদ সাকিব। সমর্থকেরা বলছেন, সাকিব খেললে হয়তো তারাও খেলা দেখার আগ্রহ পেতেন। গ্যালারিও ভরে উঠত।

সমর্থকদের কথার প্রমাণ মেলে বিপিএলের উদ্বোধনী ম্যাচে। গত সোমবারের ওই ম্যাচে বরিশাল অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহরা ছিলেন। গ্যালারিও ভরে উঠেছিল পঞ্চপাণ্ডবের অন্যতম এই তিন তারকার খেলা দেখতে। সেদিক দিয়ে চিটাগং কিংসকে দুর্ভাগাই বলতে হয়। সংশ্লিষ্টরা বলছেন, সিলেট স্ট্রাইকার্সও দর্শক হারিয়েছে মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতির কারণে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন