English

20 C
Dhaka
শনিবার, জানুয়ারি ৪, ২০২৫
- Advertisement -

‘আমি আন্তরিকভাবে দুঃখিত’: অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলেন সাকিব

- Advertisements -

ঢাকা আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে আম্পায়ার আউট না দেয়ায় প্রতিক্রিয়া দেখাতে গিয়ে লাথি মেরে স্ট্যাম্প ভেঙে ফেলেন সাকিব আল হাসান। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হলে ফের মেজাজ হারান সাকিব। দৌড়ে এসে তিন স্ট্যাম্প তুলে আছাড় মারেন।

এ ঘটনা নিয়ে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। অবশেষে অনুতপ্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষমা চেয়েছেন সাকিব।

শুক্রবার পৌনে ছয়টার দিকে ফেসবুক পেজে ক্ষমা চেয়ে একটি স্ট্যাটাস দেন সাকিব।

স্ট্যাটাসে সাকিব লেখেন, ‘প্রিয় ভক্ত ও অনুসারীরা, মেজাজ হারিয়ে সবার-বিশেষ করে যারা বাসায় বসে খেলা দেখছেন তাদের ম্যাচটা নষ্ট করে দেয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার মতো একজন অভিজ্ঞ খেলোয়াড় এভাবে প্রতিক্রিয়া দেখানো ঠিক হয়নি। কিন্তু মাঝেমধ্যে কিছু কিছু মতবিরোধে দুর্ভাগ্যজনকভাবে এটা ঘটে যায়। আমি আমার দল, ম্যানেজম্যান্ট, টুর্নামেন্ট অফিসিয়াল এবং আয়োজক কমিটির কাছে এই মানবীয় ভুলের জন্য ক্ষমা চাইছি। আশা করছি, ভবিষ্যতে এটার পুনরাবৃত্তি হবে না। ধন্যবাদ এবং সবার জন্য ভালোবাসা।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন