নাসিম রুমি: গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইতিহাস তৈরি হলো। শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষিক্ত হলেন। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল ক্যাপ পান তিনি, যে দলে খেলেছেন তার বাবাও। টুর্নামেন্টে প্রথম বাবা-ছেলে হিসেবে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার কীর্তি গড়লেন দুজন।
২০২১ সাল থেকে মুম্বাইয়ের ক্যাম্পে আছেন অর্জুন। প্রথম মৌসুমে খেলা হয়নি তার, ২০২২ সালেও ক্যাপ। অবশেষে মাঠে নামলেন। প্রথম ম্যাচে দুই ওভার বল করে ১৭ রান দেন তিনি। আইপিএলে ছেলের প্রথম ম্যাচ খুব কাছ থেকে দেখেছেন শচীন।
মুম্বাইয়ের সাবেক অধিনায়ক টুইটারে লিখেছেন, ‘অর্জুন, একজন ক্রিকেটার হিসেবে পথচলায় তুমি আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ ফেললে। তোমার বাবা হিসেবে, যে তোমাকে ভালোবাসে এবং খেলার প্রতি যার অনেক ভালোবাসা, আমি জানি তুমি এই খেলাকে তার যোগ্যতর সম্মান দেবে এবং বিনিময়ে এই খেলাও তোমাকে ভালোবাসা ফিরিয়ে দেবে। এখানে পৌঁছাতে তুমি অনেক কষ্ট করেছো এবং আমি নিশ্চিত তুমি সেটা করে যাবে। একটি সুন্দর সফরের শুরু এটা। শুভ কামনা।’