অবসরের ইঙ্গিত দিলেন পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফি জেতানো অধিনায়ক সরফরাজ আহমেদ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সেই ইঙ্গিত দিয়েছেন তিনি।
পাকিস্তানের জার্সিতে এখন আর সেভাবে সুযোগ না পাওয়া সরফরাজ বর্তমানে দায়িত্ব পালন করছেন পাকিস্তানের ঘরোয়া একটি ক্লাবের পরামর্শক হিসেবে। যদিও এখনও ঘরোয়া বিভিন্ন টুর্নামেন্টে খেলোয়াড় হিসেবে অংশ নেন তিনি।
পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট চ্যাম্পিয়নস কাপ টি-টোয়েন্টি আজ রাত থেকে মাঠে গড়াবে। টুর্নামেন্টের অন্যতম দল ডলফিন্সের পরামর্শক হিসেবে কাজ করছেন সরফরাজ। সেই দলের হয়েই শুক্রবার সংবাদ সম্মেলনে আসেন সরফরাজ। কথা বলেছেন নিজের অবসর নিয়ে।
সরফরাজ বলেন, ‘দেখুন আমি আমার ক্যারিয়ার নিয়ে যতটা সম্ভব সচেতন। আমার মনে হয় নিজ থেকে বলার প্রয়োজন নেই। (অবসর ঘোষণার) কিছুই বাকি নেই, আমি জানি আপনারা কিসের জন্য অপেক্ষা করছেন এবং খুব শিগগিরই সেটি ঘটবে।’
এর আগে ২০০৭ সালে পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সরফরাজের। এরপর জাতীয় দলে তিনি ৫৪ টেস্ট, ১১৭ ওয়ানডে এবং ৬১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ৩২ ফিফটি ও ৬ সেঞ্চুরিতে তিনি সবমিলিয়ে করেছেন ৬১৬৪ রান। ২০১৭ সালে পাকিস্তানের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ী দলের অধিনায়ক ছিলেন সরফরাজ।