মামলার এজাহার সুত্রে জানা গেছে, হত্যাকাণ্ডটি ঘটে গত ২০১৭ সালের ৫ নেভেম্বর মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সরফদিনগর গ্রামে। বৃষ্টি আক্তারের বাবা রমজান আলী ও আবুল হোসেন (৪৫) পরস্পরের পরিচিত ও একই সাথে শ্রমিক হিসাবে কাজ করতেন।
এই সূত্রে বৃষ্টিদের বাড়িতে আবুল হোসেনের যাতায়াত ছিল। এক পর্যায়ে বৃষ্টিকে বিয়ের প্রস্তাব দেন আবুল হোসেন। বয়স বেশি হওয়ায় এতে রাজি হয়নি বৃষ্টির পরিবার। আবুল হোসেনকেও বাড়িতে আসা যাওয়ায় নিষেধ করে দেওয়া হয়। অন্যত্র বৃষ্টির বিয়ে ঠিক করেন তারা।
বিয়ে করতে ব্যর্থ হওয়ায় ঘটনার দিন মা-বাবার অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে আবুল হোসেন বৃষ্টির গলায় ছুরি চালিয়ে পালিয়ে যান। গলায় ক্ষত নিয়েই বৃষ্টি দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এসে কিছুটা দূরে এগিয়ে রাস্তার পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় বৃষ্টির মা আকলিমা আক্তার বাদী হয়ে হরিরামপুর থানায় আবুল হোসেনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ১০ জুলাই তদন্ত কর্মকর্তা এসআই কহিনুর ইসলাম চার্জশিট দাখিল করেন। এ মামলায় ২০ জন স্বাক্ষ্য দেন।