বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর জাতীয়তাবাদী নাগরিক কমিটি আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন মোয়াজ্জেম হোসেন আলাল। পরে ১০ ডিসেম্বর দেখা যায় ফেসবুক ও ইউটিউবে সে বক্তব্য আপলোড করে প্রচার করা হচ্ছে। তার কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য, আক্রমণাত্মক মিথ্যা তথ্য-উপাত্ত প্রকাশসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। তার বক্তব্য শেয়ার-পোস্ট করে তারা গুরুতর অপরাধ করেছেন।