বগুড়ায় ভ্রাম্যমাণ আদালত পৃথকভাবে অভিযান চালিয়ে কোচিং সেন্টারের এবং পিয়াজের মূল্যতালিকা প্রদর্শন না করায় জরিমানা করেছে। বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদন্ড দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় মোট ১১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বগুড়া জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বগুড়া শহরের জলেশ্বরীতলায় অভিযান চালিয়ে কোচিং খোলা রাখার অপরাধে সৌরভ ইংলিশ টিউটর হোম কোচিং সেন্টারকে ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। পরে শহরের রাজা বাজার, ফতেহ আলী বাজারে পেঁয়াজের দাম মনিটরিং করা হয়।
এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে এক পিয়াজ ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।