English

17 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

দুই কিশোর গুলিবিদ্ধের ঘটনায় শামীম ওসমানসহ ৬৬২ জনের বিরুদ্ধে দুই মামলা

- Advertisements -

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জর সিদ্ধিরগঞ্জে মো. রাকিব (১৮) ও মো. মিরাজ (১৪) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে প্রধান আসামি করে দুটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। আলাদা দুটি মামলায় মোট ৬২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার দুপুরে ভিকটিম রাকিবের পিতা কবির হোসেন ২৯ জন এবং মিরাজের মা মিলন বেগম ৩৩ জন আসামির নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় দুটি মামলা করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়স্থ ডাচ্ বাংলা ব্যাংকের সামনে এবং চিটাগাংরোড অংশে ভিকটিম রাকিব এবং মিরাজ আন্দোলনে যুক্ত হয়েছিল। তখন আন্দোলনকে দমাতে প্রধান আসামি শামীম ওসমানের নির্দেশনায় এজাহারে উল্লেখিত আসামিগণ ও অজ্ঞাতরা ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ করলে ভিকটিমরা গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হলে ভিকটিম রাকিবের পা কাটা গেছে ও আরেক ভুক্তভোগী মিরাজের পেট ফুটো করে গুলি বের করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন