সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দিপু মনির নামে থাকা ১৬টি ব্যাংক একাউন্টের ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। ১৬টি একাউন্টের মধ্যে ব্যাংক এশিয়ার একাউন্ট ১৫টি এবং ঢাকা ব্যাংকের একটি একাউন্ট রয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান অবরুদ্ধের আবেদন করেন। দুদকের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর মো. রুহুল ইসলাম খান।
জানা গেছে, দিপু মনির এই ১৬টি একাউন্টে মোট জমা ছিল ৩১ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকা। এর মধ্যে তিনি উত্তোলন করেছেন ২৮ কোটি ৭০ লাখ ৫৫ হাজার ১১৫ টাকা। বর্তমানে এসব একাউন্টে জমা রয়েছে ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা।
আবেদনে বলা হয়েছে, অভিযুক্ত দিপু মনি তার অস্থাবর সম্পদসমূহ অন্যত্র স্থানান্তর, হস্তান্তর, বন্ধক বা বেহাত করার প্রচেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে উক্ত সম্পদসমূহ অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক।