English

21 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

কুমিল্লায় নাশকতার মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি

- Advertisements -

২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে হরতাল চলাকালে কাভার্ডভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা নাশকতার মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নং আদালতের বিচারক আফরোজা শিউলি তাকে অব্যাহতির আদেশ প্রদান করেন।

আজ বুধবার (২২ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা জজ আদালতের পিপি কাইমুল হক রিঙ্কু।

২০১৫ সালের ২৫ জানুয়ারি পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় মামলাটি দায়ের করা হয়।

পরে মামলার চার্জশিটে আসামি হিসেবে আরো ১০ জনের নাম যুক্ত করে পুলিশ। ২০ জানুয়ারি (সোমবার) মামলাটি চার্জের জন্য ছিল। আদালত শুনানি শেষে খালেদা জিয়াসহ ৩৬ জন আসামিকে অব্যাহতি প্রদান করেন। বাকি ৬ আসামি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে থাকায় তাদের বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

অ্যাডভোকেট কায়মুল হক রিংকু জানান,  ২০১৫ সালে ২৫ জানুয়ারি হরতাল চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হায়দারপুল এলাকায় ঢাকা- চটগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি নাশকতার মামলা দায়ের করা হয়। বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে দায়ের করা ওই মামলায় বেগম খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি করা হয়। খালেদা জিয়া এই মামলায় ৩২ নম্বর আসামি।

তিনি আরো জানান, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলায় সুনির্দিষ্ট কোনো সাক্ষ্য প্রমান পাওয়া যায়নি এবং রাজনৈতিক কারণে এই মামলা দায়ের করা হয়েছে বলে প্রমাণিত হয়েছে।

এজাহারে ৩২ জনের বিরুদ্ধে মামলা হলেও চার্জশিটে ৪২ জনের নাম উঠে আসে। এর মধ্যে ৩৬ জনকে অব্যহতি দেওয়া হয়েছে। বাকী ৬ জন উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে থাকায় তাদের বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন