পুলিশের ওপর হামলা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেলসহ ৬ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (০৩ মার্চ) সকালে বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি রিয়াজউদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ ৪ এপ্রিল পর্যন্ত তাদের জামিন দিয়েছেন।
জামিনের মেয়াদ শেষ হলে আসামিদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।
এর আগে গত রবিবার রাজধানীর প্রেসক্লাবের সামনে ছাত্রদলের এক মানববন্ধনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের বেশ কয়েকজন আহত হন। গ্রেফতার করা হয় অন্তত ১২ জনকে। এ ঘটনায় ৪৮ জনকে আসামি করে মামলা করে পুলিশ।