জয়পুরহাটের আক্কেলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি উপেক্ষাকারীরা গুনছেন জরিমানা। নির্দেশনা মোতাবেক দোকান বন্ধ করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার(ভূমি) মিজানুর রহমান।
মঙ্গলবার সন্ধ্যায় পৌর সদরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি অবহেলা করে মাক্স ব্যবহার না করায় ৫জন ব্যক্তিকে ৫’শত টাকা করে মোট ২হাজার ৫’শত টাকা জরিমানা করা হয়েছে। মূলত সরকারী নিষেধ অমান্য করে স্বাস্থ্যবিধি অবহেলা করে মাক্স না পরায় এই জরিমানার টাকা গুনতে হয়েছে ও নির্দেশনা মোতাবেক রাত ৮টার পর দোকান বন্ধ করা হয়েছে। পাশাপাশি মাক্স বিহীন ব্যাক্তিদের মাক্স বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আক্কেলপুর থানার এ.এস.আই আ.রাজ্জাক ও সঙ্গীয় ফোর্স।
সহকারী কমিশনার(ভূমি) মিজানুর রহমান বলেন,‘স্বাস্থ্য সচেতনতা বাড়াতে আমাদের এই অভিযান পরিচালিত ও মাক্স বিতরণ হয়েছে। সরকারি বিধিনিষেধ এবং স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।