English

23 C
Dhaka
শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫
- Advertisement -

১০ কোটি টাকার অবৈধ সম্পদ: স্ত্রীসহ সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের নামে মামলা

- Advertisements -

কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক ও তার স্ত্রী হানুফা আক্তার রিক্তার বিরুদ্ধে অবৈধভাবে ১০কোটি ৬৭ লাখ ৮৫ হাজার ৩২৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

ক্ষমতার পটপরিবর্তনের পর সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। প্রথম মামলায় মো. মুজিবুল হককে আর দ্বিতীয় মামলায় তিনি ও তার স্ত্রী হানুফা আক্তার রিক্তাকে আসামি করা হয়েছে।

মামলা দুটির এজাহারে বলা হয়েছে, মুজিবুল হক ও তার স্ত্রী রিক্তার অবৈধ সম্পদের পরিমাণ যথাক্রমে ৭ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ৩৫১ টাকা ও ৩ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ৯৭৩ টাকা। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন