ফিলিস্তিনে গণহত্যার খুলনায় প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে বাটা ও কেএফসিতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নগরীর সোনাডাঙ্গা থানায় ২টি মামলা হয়েছে। সোনাডাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে বাটা শোরুমে ম্যানেজার তৌহিদুল ইসলাম বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ১২০০ থেকে ১৩০০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া কেএফসি’র ম্যানেজার সুজন মন্ডল বাদী হয়ে রাতে থানায় আরেকটি মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাতপরিচয় ৭০০ থেকে ৮০০ জনকে আসামি করা হয়েছে।
সোনাডাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, ইতোমধ্যে ২টি মামলা হয়েছে। ডোমিনোজ পিজ্জাতে ভাঙচুরের ঘটনায় আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
লিশ জানায়, ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ শেষে অতি উৎসাহী কিছু লোক গত সোমবার সন্ধ্যায় নগরীর শিববাড়ি মোড়ে বাটার শোরুম এবং ময়লাপোতা মোড়ে কেএফসি ও ডমিনোজ পিজ্জাতে ভাঙচুর ও লুটপাট চালায়।