English

28 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
- Advertisement -

শেখ হাসিনার গাড়িবহরে হামলা: ১৮ আসামির মধ্যে সাতজনের জামিন মঞ্জুর

- Advertisements -

সাতক্ষীরায় ২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলায় সাজাপ্রাপ্ত ১৮ আসামির মধ্যে  সাতজনের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সাত্তারসহ ১৮ জনের জামিন আবেদন বিষয়ে আজ মঙ্গলবার (২৫ মে) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এ আদেশ দেন।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর বিষয়টি নিশ্চিত করেছেন। বাকিদের বিষয়ে আগামী ৩০ মে আদেশ দেওয়া হবে বলে জানান তিনি।

এই মামলায় নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সাত্তারসহ ১৯ জন হাইকোর্টে জামিন আবেদন করেন। তাঁদের মধ্যে আবদুস সাত্তারসহ ১৮ জনের জামিন আবেদনের ওপর আজ মঙ্গলবার সাতজনের বিষয়ে আদেশ দিলেন হাইকোর্ট। বাকিদের বিষয়ে আগামী ৩০ মে আদেশ দেওয়া হবে। আর হাবিবুল ইসলামের জামিন আবেদন অন্য আদালতে বিচারাধীন।

সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে ২০০২ সালের ৩০ আগস্ট শেখ হাসিনার গাড়িবহরে হামলা হয়। এই ঘটনায় সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানসহ বেশ কয়েকজন আহত হন। ওই দিনই কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন বাদী হয়ে মামলা করেন। মামলায় ৫০ জনের বিরুদ্ধে ২০১৫ সালে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরপর গত ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সব আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন