সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার রায় আজ বৃহস্পতিবার সকালে ঘোষণা করা হয়েছে। রায়ে সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ তিনজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম হুমায়ুন কবির এ রায় ঘোষণা করেছেন। রায়ে বাকি ৪৭ আসামির সর্বনিম্ন ৬ বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করা হয়েছে।
২০০২ সালে এক মুক্তিযোদ্ধার স্ত্রী ‘ধর্ষণের শিকার’ হলে ওই বছর ৩০ আগস্ট শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে তাকে দেখে মাগুরায় যাওয়ার পথে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। সে সময় হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে তিনটি মামলা করা হয়।