English

27 C
Dhaka
বুধবার, নভেম্বর ২৭, ২০২৪
- Advertisement -

শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ

- Advertisements -

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগ দায়ের করা হয়েছে। রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ‘গণহত্যার’ বিষয়টিকে সামনে এনে এ অভিযোগ দায়ের করা হয়। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও ৫০ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার হেফাজত ইসলামের ঢাকা মহানগর সভাপতি জুনায়েদ আল হাবিব ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কাছে এ অভিযোগ জমা দেন।

বুধবার (২৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক।

তিনি বলেন, গত আওয়ামী লীগ সরকারের সময় এই হত্যাযজ্ঞের বিচার তো হয়নি। উল্টো প্রত্যেককে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আটক করে নির্যাতন করা হয়। এখন অন্তর্বর্তী সরকারের আমলে এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

জানা যায়, ২০১৩ সালের ৫ মে শাহবাগের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ আন্দোলনের বিপরীতে ব্লগারদের শাস্তির দাবিতে মতিঝিলে সমাবেশের ডাক দেয় কওমি মাদরাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম।

সেই সমাবেশ ঘিরে আওয়ামী লীগ ও হেফাজতের অনুসারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। আর এতে পুরো মতিঝিল এলাকায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। পরে সেই রাতে যৌথ অভিযান চালিয়ে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরাতে নির্মমভাবে গণহত্যা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শামীম ওসমান। নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে শামীম ওসমানের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় কমপক্ষে ৫০টির বেশি মামলা রয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন