লাইসেন্স না নিয়ে কেক তৈরি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ জুন) ঢাকার আদাবরে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
এসময় বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে সিএম লাইসেন্স ছাড়া মান চিহ্ন ব্যবহারপূর্বক বিক্রি ও বাজারজাতের অপরাধে সাদী ফুডকে ২৫ হাজার এবং নিউ সুমন প্লেইন কেক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে। প্রসিকিউটর হিসেবে ফিল্ড অফিসার (সিএম) নোভেরা বিনতে নূর দায়িত্ব পালন করেন।