English

21 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

লক্ষ্মীপুরে কৃষক আকবর হত্যায় পাঁচজনের ফাঁসি

- Advertisements -

লক্ষ্মীপুরে রায়পুরে কৃষক আকবর হোসেন হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড ও তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তিনজনকে বেকসুর খালাস দেয়া হয়। এছাড়া দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। বুধবার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করে জেলা জজকোর্টের পাবলিক প্রসিউকিউটর মো. জসিম উদ্দিন জানান, কৃষক আকবর হত্যা মামলার এই রায়ে রাষ্ট্রপক্ষ ও বাদী সন্তষ্ট।

তবে আসামীপক্ষের আইনজীবির দাবি, এই হত্যাকাণ্ডের সাথে দন্ডিত আসামিরা কোনভাবে জড়িত নয়। এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবে। এই রায়ে অসন্তষ্ট প্রকাশ করেন আসামীর আইনজীবী মো. মুনছুর জিলানী নোমান।

মৃত্যদন্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- রায়পুরের চরবংশীর জসিম উদ্দিন, সফিকুর রহমান, রুবেল হোসেন, নুর মিয়া ব্যাপারী ও তৌহিদুর রহমান। যাবজ্জীবনদন্ড প্রাপ্তরা হচ্ছেন- জুয়েল হোসেন, মোকতার হোসেন ও রাহেলা বেগম।

এছাড়া খালাসপ্রাপ্তরা হচ্ছেন, ওসমান কবিরাজ,মোশারেফ হোসেন ও সুমাইয়া বেগম। সবার বাড়ি একই এলাকায়।

আদালত ও মামলা সূত্র জানায়, রায়পুর উপজেলার উত্তর চরবংশীর আশ্বাদ উল্যাহ ক্বারী বাড়ির সামনে জমি নিয়ে বিরোধের জেরে ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর সকালে কৃষক আকবর হোসেনকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এই ঘটনায় একই রাতে রায়পুর থানায় ১০ জনকে আসামি করে নিহতের ছেলে তৌহিরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৯ সালের ১ এপ্রিল ১১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন পুলিশ। ১৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্য শেষে আদালত আজ এ রায় দেন।

এদিকে মামলার বাদী ও নিহতের ছেলে তৌহিরুল ইসলাম ও ইছমাইল হোসেন এ রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকর করার দাবি জানান। এছাড়া অন্য খালাসপ্রাপ্ত তিন আসামীর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান তারা। এছাড়া এই আসামিদের মধ্যে মোশারেফ হোসেন, ওসমান কবিরাজ ও নুর মিয়া ব্যাপারীর নেতৃত্বে ১৯৯২ সালে বড় রফিকুল ইসলামকে জবাই করে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন। তখন মামলা করলেও ন্যায় বিচার পাননি তারা।

আসামির আইনজীবী মো. মুনছুর জিলানী নোমান বলেন, এই হত্যাকাণ্ডের সাথে দন্ডিত আসামিরা কোনভাবে জড়িত নয়। এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবে। এই রায়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

জেলা জজ আদালতের সরকারী কৌসুলী অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, কৃষক আকবার হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড ও তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এছাড়া প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। এই রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেন বলে জানান তিনি

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন