বিয়ের এক মাসের মধ্যেই ছাড়াছাড়ি হয় গায়ক ইলিয়াস হোসাইন ও অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহর। স্বামীর বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ এনেছেন তিনি। সেই অভিযোগ করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ২৭ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। সোমবার এ মামলায় প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।
কিন্তু তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক গোলসানারা বানু প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ঠিক করেন। আদালতে এ তথ্য জানান বনানী থানার (নারী-শিশু) সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক সাইফুর রহমান।
গত ৩ জানুয়ারি বনানী থানায় মামলাটি করেন সুবাহ। মামলায় অভিযোগ করা হয়, ২০২০ সালের সেপ্টেম্বরে সুবাহর সঙ্গে ইলিয়াসের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। গত ১ ডিসেম্বর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নগদ অর্থ ও নানা উপহার দেওয়ার পরও যৌতুকের জন্য সুবাহকে নির্যাতন করেন ইলিয়াস।