কক্সবাজারের টেকনাফের শাপলাপুর চেক পোস্টে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহে এলিদ মইনুল আমিনের সাক্ষরে এক আদেশে শনিবার সন্ধ্যায় এই তদন্ত কমিটি করার কথা জানানো হয়। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
শনিবার (১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে জননিরাপত্তা বিভাগ চার সদস্যের কমিটি গঠন করে।
চার সদস্যের কমিটির আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান (যুগ্ম সচিব) অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম। কমিটির অন্য তিন সদস্য হলেন- ২। সশস্ত্র বাহিনী বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি, (জিওসি, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কক্সবাজার এরিয়া কর্তৃক মনোনীত), ৩। উপ-পুলিশ মহাপরিদর্শক, চট্টগ্রাম রেঞ্জ, চট্টগ্রামের উপযুক্ত প্রতিনিধি, ৪। মোহা. শাজাহান আলি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কক্সবাজার।
এর আগে শুক্রবার (৩১ জুলাই) রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শাপলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে মারা যান অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন